NarayanganjToday

শিরোনাম

শপথ নিলো রূপগঞ্জের নয়া চেয়ারম্যান, মেম্বাররা


শপথ নিলো রূপগঞ্জের নয়া চেয়ারম্যান, মেম্বাররা

শপথ গ্রহণ করলো রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্যরা।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। 

জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, কাজের ক্ষেত্রে কে আওয়ামীলীগ কে বিএনপি বিবেচনা করবেন না। যেহেতু আপনারা নির্বাচিত হয়েছেন তাহলে সবার ভোটেই নির্বাচিত হয়েছেন। সবাই মিলেমিশে কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, নেজারত শাখার সহকারী কমিশনার আসমা সুলতানা নাসরীন ও নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ছালাউদ্দিন ভূইয়া সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা। 

৭ নভেম্বর,২০১৯/এমএ/এনটি

 

উপরে