NarayanganjToday

শিরোনাম

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু সাদিয়ার


নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু সাদিয়ার

নানার বাড়ী বেড়াতে এসে সাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) দুুপুর ২টায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আড়াইহাজার উপজেলার গোপালদী পৌড়সভার মোল্লার চর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদিয়া মোল্লার চর এলাকার  হ্যাপি আক্তারের মেয়ে।  

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ থেকে ৪ দিন পূর্বে নিহত সাদিয়ার মা হ্যাপি আক্তার তার স্বামীর বাড়ী নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া থেকে বাপের বাড়ী মোল্লার চর বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ১০টার পর হতে সাদিয়াকে অনেক খোঁজাখুজি করেও বাড়ীতে পাওয়া যায়নি। বাড়ীর পাশে মৌলভীর পুকুরে পড়তে পারে শিশুটির নানা দেলোয়ারের এমন সন্দেহ হলে আড়াইহাজারের ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দুুপুর ২টায় ঘটনাস্থলে আসার পরই পুকুর থেকে সাদিয়ার লাশ পানিতে ভেসে উঠে।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির বলেন, পুকুর পারে হাটতে গিয়ে পানিতে পরে শিশু সাদিয়ার মৃত্য হয়েছে।

৭ নভেম্বর,২০১৯/এমএ/এনটি

উপরে