NarayanganjToday

শিরোনাম

ফকির গার্মেন্টের লিফট ছিঁড়ে শ্রমিক নিহত, আহত ২


ফকির গার্মেন্টের লিফট ছিঁড়ে শ্রমিক নিহত, আহত ২
প্রতীকি ছবি

রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ফকির ফ্যাশন গার্মেন্টস এর লিফট ছিঁড়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় ৭ টার দিকে গার্মেন্টস এর উপর তলা থেকে কয়েকজন শ্রমিক একসাথে লিফটে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই ফকির ফ্যাশন গার্মেন্টস এর লিফট ছিঁড়ে যায়। এতে করে ওই গার্মেন্টসের শ্রমিক শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত শহিদুল ইসলামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার গোলাপগঞ্জ এলাকায়। আহত অন্য দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি কি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

এ ব্যাপারে ফকির ফ্যাশন গার্মেন্টস এর ডিএমডি রিয়াদ জামানের মোবাইল ফোনে কয়েক দফা চেষ্টা করেও সংযোগ স্থাপন করা যায়নি। ফলে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

১১ নভেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে