শহরের দেওভোগে ২৪নং দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী সমাপনীর ৪৩জন পরিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৪নং দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শুক্কুরকারী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সায়েম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সমাজসেবক লিলু ভূইয়া, হাজী শাহিন, প্রধান শিক্ষিকা অর্চনা রানী সাহা ও কাইয়ূম কানন প্রমুখ।
অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ আয়োজন করা হয় এবং ৪৩জন শিক্ষার্থীদের মধ্যে পরিক্ষার সামগ্রী প্রদান করা হয়। শুক্কুরকারী ফাউন্ডেশনের উদ্যোগে সকল শিক্ষার্থীরদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।
১৪ নভেম্বর, ২০১৯/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :