NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে প্রতিবন্ধী দিবস ও মানবাধিকার দিবস অনুষ্ঠিত


রূপগঞ্জে প্রতিবন্ধী দিবস ও মানবাধিকার দিবস অনুষ্ঠিত

প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২১তম প্রতিবন্ধি দিবস ও ২৮তম আর্ন্তজাতিক মানবাধিকার দিবস-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। 

অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গবেষক কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সমাজসেবা কর্মকর্তা সোলায়মান হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা অলিউল্লাহ খাঁন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নাজরানা আলম হিরা, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম শাকিল, সাংবাদিক জিএম সহিদ, এস এম শাহাদাত, সাইফুল ইসলাম, মঞ্জুরুল কবির বাবু, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি এড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ থেকে প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার, স্পেশাল চেয়ার, ষ্ট্রেনজিং ফ্রেম, ষ্টিকসহ  বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। 

১০ ডিসেম্ভর,২০১৯/এমএ/এনটি
 

উপরে