NarayanganjToday

শিরোনাম

রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার


রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ঈদের খুশির রেশ যখন পুরো দেশজুড়ে তখনই রূপগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর যুবকের লাশটি ফেলে দিয়ে গেছে অজ্ঞাত দুবৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির বলেন, স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ ব্যাপরে রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলেছে বলে জানান তিনি।

২৩ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে