NarayanganjToday

শিরোনাম

গোলাম সারোয়ার স্মরণে রবিউলৈ হোসেনের শিক্ষা উপকরণ


গোলাম সারোয়ার স্মরণে রবিউলৈ হোসেনের শিক্ষা উপকরণ

গোলাম সারোয়ার এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে কুমুদিনি বাগান এলাকায় এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যুব কল্যান সংগঠনের সেলিম, মিলন, রনি, সনি প্রমূখ।

শিক্ষা-উপকরণ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবিউল বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড। তোমরা দেশের ভবিষ্যৎ। তাই দেশকে এগিয়ে নিতে তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে।

৩০ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি

উপরে