NarayanganjToday

শিরোনাম

জামতলায় বিসমিল্লাহ্ কার ওয়াশের উদ্বোধন


জামতলায় বিসমিল্লাহ্ কার ওয়াশের উদ্বোধন

বিসমিল্লাহ্ কার ওয়াশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ জানুয়ারি) বিকালে নগরীর জামতলা (রূপায়ন টাওয়ার সংলগ্ন) এলাকায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ্ কার ওয়াশের প্রোপ্রাইর মো: মঞ্জুরুল হক বাপ্পি, অহিদুল ইসলাম ছক্কু, খান মিশুক, মো: রাজিব, গোলাম রাব্বি, মো: জুলহাস, পাবেল হক, মো: সহিদ প্রমূখ।

৪ জানুয়ারি, ২০১৯/এসপি/এনটি

উপরে