NarayanganjToday

শিরোনাম

সোনারগাঁয়ে ফের চুল্লি বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক


সোনারগাঁয়ে ফের চুল্লি বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

আবারও সোনারগাঁয়ে চুল্লি বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার কাঁচপুর এলাকার রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ শ্রমিকেরা হলেন, মকবুল হোসেন (৪০), সামছুল হক (২০) ও সাগর আহমেদ (৪২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে দুজনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এর আগে বিদায়ী বছরের ২৩ নভেম্বর সোনারগাঁ উপজেলার বৈরিবাড়ি এলাকায় অবস্থিত মোন্তাহা স্টিল মিলে একই ধরণের বিস্ফোরণের ঘটনায় ১২ শ্রমিক দগ্ধ হয়েছিলো। তাদের মধ্যে দুজন মারাও যায়।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণ হয়। তখন ওই তিন শ্রমিক দগ্ধ হয়। এ সময় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৮০ শতাংশ এবং অন্য দু’জনের ২০ শতাংশ পুড়ে গেছে। রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে সামছুল হক ও সাগর আহমেদকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তবে মকবুল হোসেনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

১১ জানুয়ারি, ২০১৯/এসপি/এনটি

উপরে