NarayanganjToday

শিরোনাম

ফতুল্লায় আবারও আনন্দের চাপায় প্রাণ গেলো একজনের


ফতুল্লায় আবারও আনন্দের চাপায় প্রাণ গেলো একজনের

ফতুল্লায় আবারও আনন্দ পরিবহনের চাপায় আরও একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বাস চাপায় নিহত কামাল হোসেন (৩৫) পেশায় একজন ব্যাটারী চালিত রিকশা চালক। সে বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। সে ফতুল্লার আলীগঞ্জ কাজিপাড়া এলাকায় বসবাস করে স্থানীয় সাসুদের অটো রিকশা ভাড়ায় চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আনন্দ পরিবহনের (ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২) বাসটি আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে চাপায় দিলে এর চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে বাস ও চালককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ঢাকাগামী ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২ নম্বরের বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হয়। এসময় বাসসহ বাসের চালক রবিউল আওয়ালকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের মাঝামাছি সময়ে আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে পরিবহনের চাপায় অটো চালকসহ তিনজন নিহত হয়েছিলেন।

১৪ মার্চ, ২০১৯/এসপি/এনটি

উপরে