NarayanganjToday

শিরোনাম

শহ‌রে হঠাৎ পু‌লি‌শ সুপা‌রের মহড়া, জলকামানে রণ প্রস্তু‌তি


শহ‌রে হঠাৎ পু‌লি‌শ সুপা‌রের মহড়া, জলকামানে রণ প্রস্তু‌তি

নগরী‌তে নারায়ণগঞ্জ জেলা প‌ু‌লিশ সুপার হারুন অর রশীদ পু‌লিশ কর্মকর্তাদের নি‌য়ে মহড়া দি‌য়ে‌ছেন। 

বুধবার (৩ এপ্রিল) বি‌কেল চারটার দি‌কে আইনশৃ্ঙ্খলা স্বাভা‌বিক রাখ‌তে এই  মহড়া। এমন তথ্য জা‌নি‌য়ে‌ছে পু‌লি‌শের বি‌শেষ শাখার ডিআইও-৩ মো. শাহাদাৎ হো‌সেন।

তি‌নি জানান, আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে কিনা তা পর্য‌বক্ষেণ কর‌তে পু‌লিশ সুপার প‌রিদর্শ‌নে আসেন।

এ‌দি‌কে মঙ্গলাবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমা‌র্সের সভাপ‌তি খা‌লেদ হাদার কাজ‌লের সভাপ‌তি‌ত্বে এক সভায় শহর অচ‌লের হুঙ্কার দেয়া হয়। সাংসদ শামীম ওসমা‌নের শ্যালক তানভীর আহম্মেদ টিটু‌কে মদ ব্যবসায়ী হি‌সে‌বে উ‌ল্লেখ করায় ওই হুঙ্কার দেয়া হয়। তাই ধারণা করা হ‌চ্ছে এমন হুঙ্কা‌রের কার‌ণে শহ‌রে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তি ঘট‌তে পা‌রে, ধারণা থে‌কেই  পু‌লিশ সুপার এই  মহড়া দেন। ত‌বে, এ ব্যাপা‌রে পু‌লি‌শের কো‌নো কর্মকর্তা মুখ খু‌লেন‌নি। তারা পু‌লিশ সুপা‌রের এই  মহড়া‌কে নিয়‌মিত ব‌লেই  দা‌বি  ক‌রে‌ছেন।

এ‌দি‌কে দুপুর থে‌কেই  শহ‌রের চাষাড়া পু‌লি‌শের সাজোঁয়া যন, জল কামানসহ অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হয়। ত‌বে, পু‌লি‌শের এই  রণ প্রস্তু‌তি কেন, সে তথ্য সং‌শ্লিষ্ট কেউ নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি।

৩ এপ্রিল,২০১৯/এমএ/এনটি

উপরে