NarayanganjToday

শিরোনাম

কখনোই মাথা নত করতে শিখিনি : পলাশ


কখনোই মাথা নত করতে শিখিনি : পলাশ

‘একমাত্র আল্লাহকে ভয় পাই কোনো সন্ত্রাসীকে ভয় পাই না’ মন্তব্য করে জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমাদ পলাশ বলেছেন, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করতে শিখিনি, ন্যায় ও সত্যের পথে অবিচল থেকে মানুষের কল্যানে কাজ করেছি। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করেই যাবো। আল্লাহ যেন আমাকে ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে আলীগঞ্জ খেলার মাঠে ‘মাই আলীগঞ্জ ডট কমের’ উদ্যোগে ও আলীগঞ্জ ক্লাবের সার্বিক তত্বাবধানে এ পি এল ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আলীগঞ্জ মাঠটি শুধু আলীগঞ্জবাসীর নয়, এ মাঠটি সমগ্র ফতুল্লাবাসীর।এ মাঠটি দখলদারদের হাত থেকে মুক্ত করেছি।এ মাঠটি রক্ষা করার জন্য এখনো যুদ্ধ করে যাচ্ছি।এমনকি একটি অশুভ শক্তি মাঠ থেকে সরে যেতে আমাকে ভয় ভীতি ও হত্যার হুমকি দিয়েছে। আমি তাদের হুমকিতে ভয় পাই না, জম্ম যখন হয়েছে মরতে একদিন হবেই। কারন আমি সত্য ও ন্যায়ের পক্ষে। আর এ প্রজন্মকে রক্ষা মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে এ মাটি অবশ্যই দরকার।

তিনি তার বক্তব্যে আরো বলেন,জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন প্রত্যেক উপজেলায় একটি খেলার মাঠ করে দিবেন,তার সে ঘোষনা অনুযায়ী আমরা আলীগঞ্জ খেলার মাঠটিকে খেলার উপযোগী করে তুলেছি।শেখ রাসেলকে এ প্রজন্মের নিকট বাঁচিয়ে রাখতে আমরা আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সহ বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধন শেষে একটি প্রতি ম্যাচ অনুষ্ঠিত হয় এই খেলায় শ্রমিক নেতা পলাশ ৫৪ রান করে ম্যান অফ দ্যা ম্যাচের পুরুস্কার পান।

অনুষ্ঠানে আলীগঞ্জ ক্লাবের অর্থ সম্পাদক হাজী আরিফ হোসেন এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, আবু বক্কর মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আবুল হোসেন, শাহাদাত হোসেন সেন্টু, আব্দুর সাত্তার, শামীম আহম্মেদ, ফরিদ, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার, উবায়েদুর রহমান, মিজান, ইমান আলী বাবু প্রমুখ।

৯ এপ্রিল, ২০১৯/এসপি/এনটি

উপরে