NarayanganjToday

শিরোনাম

এসিআই শ্রমিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম, শহরে মানববন্ধন


এসিআই শ্রমিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম, শহরে মানববন্ধন

৮ দফা দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে এসিআই পিওর ক্লাওয়ার মিলস্ লিমিটেডের শ্রমিকরা। সোমাবার ( ১৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।

দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন গোলক, মাহাবুবুর রহমান, আবু সাঈদ সাইদুর, মর্জিনা, সফিনা, মো. বিপ্লবী ও সুমন হাওলাদারসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিলও করে শ্রমিকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থা লেবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানকার কর্মকর্তার সাথে দেখা করে দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। পরে কর্মকর্তারা দুই দিন অর্থ্যাৎ ৪৮ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের বিক্ষোভ কর্মসূচী তুলে নেন। কিন্তু শ্রমিকরা বলেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে আমাদের সমস্যা সমাধান কিংবা দাবি পূরণ না হয়, তাহলে আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

শ্রমিকদের ৮দফা দাবিগুলো হলো :

১। দূর্নীতিবাজ ম্যানেজার অধির সাহা’কে অপসারন করতে হবে।

২। পরিচয়পত্র, নিয়োগপত্র সার্ভিস বুক দিতে হবে ও ৮ঘন্টার পরবর্তী প্রতি ১ ঘন্টার দ্বিগুন মজুরী দিতে হবে।

৩। প্রডাকশন ও হাজিরা শ্রমিকদের মজুরী দ্বিগুন করতে হবে ও সাম্পাহিক মজুরী বিলের টাকা প্রতি বৃহস্পতিবার সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

৪। দ্বিগুন মজুরীর দাবি বাস্তবায়ন নতুবা স্থায়ী শ্রমিক হিসেবে মিলের সমস্ত শ্রমিকদের বেতনের আওতায় অর্ন্তভুক্ত করতে হবে।

৫। নাইটে কাজ করালে দ্বিগুন মজুরী অর্থ্যাৎ দুই হাজিরা দিতে হবে, নাইট বিল ফুল ১’শ টাকা এবং হাফ ৫০ টাকা দিতে হবে।

৬। প্রতি বছর ২৫% ইনক্রিমেন্ট দিতে হবে এবং ২ ঈদে ২ বোনাস দিতে হবে।

৭। শ্রমিক কাজ করা অবস্থায় আহত হইলে সম্পূর্ণ চিকিৎসার ভার মালিককে বহন করতে হবে হাজিরা সহকারে। এবং

৮। নারী শ্রমিকদের সহ বেতনে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে।

১৫ এপ্রিল,২০১৯/এমএ/এনটি

উপরে