NarayanganjToday

শিরোনাম

সামান্য বৃষ্টিতে ডিএনডিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ


সামান্য বৃষ্টিতে ডিএনডিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

সোমবার (১৩ মে) রাতে হালকা বৃস্টিতে ডিএনডির বাঁধের ভেতর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাঁধের সিদ্ধিরগঞ্জের আদমজী মধ্যকদমতলী এলাকার চিত্র ভয়াবহ। ওই এলাকায় রাস্ত-ঘাট ডুবে গেছে। এমনিতেই বৃষ্টি পাত ছাড়া গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে ওই এলাকায়  পানি বাড়তে ছিল। কিন্তু গতরাতের বৃষ্টির কারণে রাস্তায় এখন অনেক পানি। এতে করে পবিত্র রমজানের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।

এদিকে এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ডিএনডির সচেতন নাগরিক সমাজ ও সৎ সংঘ ফাউন্ডেশন। দ্রুত পানি নিষ্কাশন না হলে তারা যৌথভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সচেতন নাগরিক সমাজের আহবায়ক কলামিষ্ট এম এম মাসুদ বাদল।

এম এ মাসুদ বাদল অনেকটা কস্ট নিয়ে বলেন, যদি শিমরাইল পাম্প হাউজ চালু থাকতো হলে আমাদের এমন ভাবে জলাবদ্ধতার শিকার হতে হতো না। ভোগান্তিতে পড়তো না সাধারণ মানুষ। তাই আমি সংশ্লিষ্ট কৃর্তপক্ষের কাছে আহবান জানাচ্ছি বিকল্প পন্থায় দ্রুত পানি নিষ্কাশন করে আমাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেয়া হোক।

১৪ মে, ২০১৯/এমএ/এনটি

উপরে