NarayanganjToday

শিরোনাম

মহিলাদের নামায আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, ১১জনের জামিন


মহিলাদের নামায আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, ১১জনের জামিন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মহিলাদের তারাবিহ নামায আদায়ে পুরুষ ইমামের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১১জনের জামিন মঞ্জুর করেছে আদালত।  

বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত শুনানাী শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নাসিক ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম তার দুই ছেলে ফরহাদ, মেহেদী ও তার ছোট তিন ভাই সাইদ, আনু, মনিরসহ এ্যাড. শাহ মাজহারুল হক , জুলমত খাঁ, শাহ গোলাম রসুল মুন্না, সাইদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আদালত শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ১২ মে বিকেলে ও সন্ধায় বন্দরের নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসায় পুরূষ ইমমের ইমামতিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন আহত হয়। পরে এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টপাল্টি মামলা দায়ের করেন।  

১৫ মে, ২০১৯/এমএ/এনটি
 

উপরে