NarayanganjToday

শিরোনাম

নগরীর উকিলপাড়ায় ‘কান্ট্রিবয় লাইফ স্টাইল’র শো-রুম উদ্বোধন


নগরীর উকিলপাড়ায় ‘কান্ট্রিবয় লাইফ স্টাইল’র শো-রুম উদ্বোধন

নারায়ণগঞ্জে ‘কান্ট্রিবয় লাইফ স্টাইল’ এর শো-রুম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৯ মে) দুপুওে নগরীর বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় এ শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এখানে সকল বয়সীদের জন্য দেশী বিদেশী সার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ব্যাগ, থ্রি-পিছ, টু-পিছু ও শিশুদের জন্য জামা কাপরের বিপুল সমারহ রয়েছে।

শুরুতে ফিতা কেটে এ শো-রুমের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান টিটু। পরে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো: রিয়াজুল ইসলাম খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

১৯মে,২০১৯/এমএ/এনটি

উপরে