NarayanganjToday

শিরোনাম

১ থেকে ২ নং রেল গেইট পর্যন্ত অবৈধ দোকান উচ্ছেদ


১ থেকে ২ নং রেল গেইট পর্যন্ত অবৈধ দোকান উচ্ছেদ

নারায়ণগঞ্জ মহরের ১ নং রেলে গেইট থেকে ২ নং রেল গেইট পর্যন্ত রেল লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা সকল দোকান উচ্ছেদ করা হয়েছে।

সদর থানা পুলিশ রবিবার (১৬ জুন) দুপুরে অভিযান পরিচালনা করে ওইসকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন,  রেল লাইনের উভয় পাশ দখলের কারনে সাধারণ মানুষের চলাচলে বিগ্ন ঘটছে। একারনে অবৈধভাড়ে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো বলেন, উচ্ছেদ করার পর যাতে আবার পুরনো রূপ ফিরে না পায় সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।

 

১৬ জুন,২০১৯/এমএ/এনটি 
 

উপরে