NarayanganjToday

শিরোনাম

যাচ্ছেন না ডিসি রাব্বী মিয়া, পদোন্নতি দিয়ে পুনর্বহাল না.গঞ্জেই


যাচ্ছেন না ডিসি রাব্বী মিয়া, পদোন্নতি দিয়ে পুনর্বহাল না.গঞ্জেই

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের পদে মো. রাব্বি মিয়াকে পুনর্বহাল করা হয়েছে। পাঁচদিন আগে তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে আগের পদ ও কর্মস্থলে ‘ইনসিটু পদায়ন’ (আগের পদে পুনর্বহাল) করেছে সরকার। ফলে তিনি এ জেলাতেই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে উল্লেখ করা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তারা (যুগ্মসচিব) পদোন্নতির ঠিক আগে যে যে জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ইনসিটু পদায়ন করা হলো।

এর আগে ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাব্বী মিয়ার বদলীর আদেশ প্রদান করেন। তার স্থালাভিষিক্ত করা হয় পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনকে।

১৬ জুন, ২০১৯/এসপি/এনটি

উপরে