NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জে মৎস সপ্তাহে সাংবাদিকদের সাথে মত বিনিময়


না.গঞ্জে মৎস সপ্তাহে সাংবাদিকদের সাথে মত বিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। বুধবার (১৭ জুলাই) সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ১৭ জূলাই হতে ২৩ জুলাই পযর্ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ দেশব্যাপি উদযাপিত হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা সমূহ কর্তৃক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরি ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাছলিমুন নেছা।

মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক তানমী শাহরীন, সহকারী পরিচালক মো. শওকত আলী, নারায়নগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শাহরিয়ার ছালমা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং জেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের মৎস্য সেক্টর সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

১৭ জুলাই,২০১৯/এমএ/এনটি
 

উপরে