NarayanganjToday

শিরোনাম

জল্লারপাড়ার আলিফ হত্যা মামলার রায় সোমবার


জল্লারপাড়ার আলিফ হত্যা মামলার রায় সোমবার

শহরের জল্লারপাড়া আলোচিত শিশু আলিফ হত্যা মামলার রায়ের দিন পেছানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিলো।

রায়ের তারিখ পেছানোর সত্যতা নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন। তিনি জানান, আলিফ হত্যা মামলার রায়ের কিছু অংশ বাকি থাকায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেননি আদালত। পূর্ণাঙ্গ রায় ঘোষণার জন্য আগামী ২২ জুলাই দুপুর দেড়টার সময় ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ আগস্ট বেলা এগারোটার দিকে বাড়ির সামনে উঠানে খেলার সময় নিখোঁজ হয় জল্লারপাড়া এলাকার সৌদি প্রবাসীর ৪ বছর বয়সী আলিফ। পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নীচ তলার ভাড়াটিয়া অহিদ ও রিপনের তালাবদ্ধ রুম থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেওয়া ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় আলিফের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের কেরন। পুলিশ প্রতিবেশী আহিদকে গ্রেফতার করে।

১৮ জুলাই, ২০১৯/এসপি/এনটি

উপরে