NarayanganjToday

শিরোনাম

ফেনসিডিলসহ কাউন্সিলর দুলাল প্রধান আটক


ফেনসিডিলসহ কাউন্সিলর দুলাল প্রধান আটক

কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানসহ ৬ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার নবীগঞ্জ গুদারা ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

দুলাল প্রধানসহ ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জলিল মাদবর। তবে, তিনি আটক অন্যদের নাম ও কি পরিমাণ ফেন্সিডিল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করেননি।

জলিল মাদবর জানিয়েছেন, বিকেলে কাউন্সিলর দুলালসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে ফেনিসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

১ আগস্ট, ২০১৯/এসপি/এনটি

উপরে