NarayanganjToday

শিরোনাম

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের পিটুনিতে আরেক মাদক ব্যবসায়ী খুন


ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের পিটুনিতে আরেক মাদক ব্যবসায়ী খুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রকাশ্যে মাদক জুম্মন নামে এক মাদক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা।

শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জুম্মনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মরাদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।

নিহত জুম্মন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া রঘুনাথপুর এলাকার কাইয়ূমের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ অন্তত ৫টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়ির সামনে জুম্মন দাঁড়িয়ে ছিলো। এসময় একই এলাকার কালুর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ লোহার সাবল নিয়ে এসে জুম্মনকে এলোপাতাড়ি পিটাতে থাকে। এসময় মারুফের সঙ্গে যোগ দেয় আরো ৫/৭জন। এরপর সকলে মিলে প্রকাশ্যে গণধোলাই দেয় জুম্মনকে। তখন আশপাশের লোকজন ছুটে এসে তাদের কাছ থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জুম্মনকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, মাদক ব্যবসার বিরোধের জের ধরে কয়েকজন মিলে জুম্মনকে গণধোলাই দিয়ে হত্যা করেছে। জুম্মনের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জুম্মন ও তাকে যারা হত্যা করেছে তারা সকলেই মাদক ব্যবসায়ী। এহত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

১০ জুলাই, ২০১৯/এসপি/এনটি

উপরে