NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জে এবারও হবে সর্ববৃহৎ জামাত, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা


না.গঞ্জে এবারও হবে সর্ববৃহৎ জামাত, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হতে যাচ্ছে বৃহৎ ঈদের জামাত। সাংসদ শামীম ওসমানের উদ্যোগে ঈদগাহে বর্ধিত কলবরে শুরু হয় ঈদুল আযহার জামাত। এবার হচ্ছে একই ভাবে।

এবারের ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮ টায়। লক্ষ্য ধরা হয়েছে দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।

এদিকে সাংসদ শামীম ওসমান বর্ধিত কলবরে ঈদের জামাতের উদ্যোগ নিলেও এর সার্বিক তত্বাবধায়নে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসমু বিল্লাহ জানিয়েছেন, ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল আটটা। দ্বিতীয় জামাতের জন্য সময় নির্ধারণ হয়নি। যদি লোক থাকে তবে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। অন্যথায় না।

এদিকে জেলার সর্ববৃহৎ ঈদ জামাতকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক থানা পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোক এবং আনসার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

১১ আগস্ট, ২০১৯/এসপি/এনটি

উপরে