NarayanganjToday

শিরোনাম

সাংসদ সেলিম ওসমানের গার্মেন্টে আগুন


সাংসদ সেলিম ওসমানের গার্মেন্টে আগুন
প্রতীকি ছবি

ফতুল্লায় সংসদ সদস্য সেলিম ওসমানের মালিকানাধীন গার্মেন্টস কারখানা উইজডম এ্যাটায়ার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ম-লপাড়া, হাজিগঞ্জ, বিসিক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গেলেও আগুন তেমন একটা বড় না হওয়াতে ৫টি ইউনিট ফিরে আসে। তবে, আগুনের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আগুনে তেমন একটা ক্ষতি হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি।

ম-লপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। তবে, আমরা যাওয়ার আগেই তারা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে ৫টি ইউনিট ফিরে আসে এবং ফতুল্লার একটি ইউনিট ঘটনাস্থলে থেকে আগুন নেভানোর কাজ করে।

ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে তেমন একটা ক্ষতি না হলেও আগুন নেভাতে যে পানি ব্যবহার করা হয়েছে তাতে কিছুটা ক্ষতি হয়েছে।

২০ আগস্ট, ২০১৯/এসপি/এনটি

উপরে