NarayanganjToday

শিরোনাম

‘ও’ লেভেলে মেয়র আইভীর ছোট ছেলের কৃতিত্বপূর্ণ সাফল্য


‘ও’ লেভেলে মেয়র আইভীর ছোট ছেলের কৃতিত্বপূর্ণ সাফল্য

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ছেলে কাজী সাজরিল হায়াৎ ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (ও লেভেল) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম ‘এবিসি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে ২০১৯ সালের ‘ও’ লেভেল পরীক্ষায় সে অংশ নিয়েছিল। সারজিল মোট ১১ বিষয়ের মধ্যে ৮টি বিষয়ে নতুন গ্রেডিং পদ্ধতির সর্বোচ্চ নবম গ্রেড ও বাকি ৩টি বিষয়ে পেয়েছে অষ্টম গ্রেড।

৯ আগস্ট ব্রিটিশ কাউন্সিল সারা বিশ্বে এক যোগে ও লেভেল (IGCSE)পরীক্ষার ফল প্রকাশ করে।

ফলাফল থেকে জানা যায়, সারজিল হায়াৎ হিসাব বিজ্ঞান বিষয়ে ১৫০ নম্বরের মধ্যে পেয়েছেন ১১৫, বাংলায় ১০০ নম্বরের মধ্যে ৮৬, রসায়নে ১৮০ নম্বরের মধ্যে ১৫৯, বাণিজ্য বিষয়ে ১৬০ নম্বরের মধ্যে ১০১, ইংরেজি ভাষা শিক্ষা ‘বি’তে ১০০ নম্বরের মধ্যে ৭০, অর্থনীতিতে ১৬০ নম্বরের মধ্যে ১০২, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ২০০ নম্বরের মধ্যে ১৫৮, গণিত ‘এ’তে ২০০ নম্বরের মধ্যে ১৯৫, গণিত ‘বি’তে ৩০০ নম্বরের মধ্যে ২৮৭, পদার্থ বিজ্ঞানে ১৮০ নম্বরের মধ্যে ১৫৮, উচ্চতর বিশুদ্ধ গণিতে ২০০ নম্বরের মধ্যে ১৮৯ নম্বর পেয়েছেন।

২২ আগস্ট, ২০১৯/এসপি/এনটি

উপরে