NarayanganjToday

শিরোনাম

ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার শিক্ষক রিমান্ডে


ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার শিক্ষক রিমান্ডে

বন্দরে ছাত্রীকে ধর্ষন মামলায় গ্রেফতার মো. গোলাম মোস্তফাকে (৫৮) ১ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মো. গোলাম মোস্তফা কুমিল্লা জেলার জগৎপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। বর্তমানে সে বন্দর থানার রুপালি আবাসিক এলাকায় থাকে।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, সকালে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ভিকটিম নাঈমা রহমান থাইল্যান্ডের প্রবাসী এমএ রহমানের স্ত্রী। র্দীঘ ১২ বছর ধরে বন্দর নোয়াদ্দা হাসানুল হকের বাসার ২য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আসামিরা ৩য় তলা থাকতেন। দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ছিলো বিধায় ভিকটিমের মেয়েকে আসামির নিকট পড়াতে দেয়। সে ৭ম শ্রেনীর ছাত্রী। শিক্ষক পড়ানো অবস্থায় বাসায় কেউ না থাকলে খালী বাড়ী পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ৭/৮ বার ধর্ষণ করে। এছাড়াও ভিকটিম নাঈমা রহমান বাসায় না থাকলে ফোন দিয়ে দেখা করার জন্য বাসায় চলে আসত। ফোনে বিভিন্ন খারাপ ছবি ও ভিডিও পাঠাতো। 

সর্বশেষ শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় পড়ানোর সময় প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করে। এবিষয়টি নাঈমা বেগম জানতে পারে এবং আসামি মো. গোলাম মোস্তফার সাথে দ্বন্দ্ব হয়। তারপর থেকে আসামির নিকট পড়া বন্ধ করে দেয় ও কোথাও গেলে মেয়েকে বাসায় তালা দিয়ে রেখে যেত। 

এমতাবস্থায় বাদী এমএ রহমান চলিত বছরের (২ আগস্ট) বিদেশে থাকে জানতে পারে তার স্ত্রী নাঈমা রহমানের মৃত্যুর সংবাদ। সংবাদ পেয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি দেশে এসে মেয়ের মুখে ঘটনার সত্যতা জানতে পারেন। এবং পরবর্তীতে আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। 

১২ সেপ্টেম্বর,২০১৯/এমএ/এনটি

উপরে