NarayanganjToday

শিরোনাম

শুক্রবার আনন্দধারার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান


শুক্রবার আনন্দধারার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান

সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐ দিন সকাল সাড়ে ন’টায় বিভিন্ন বিভাগে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৬টায় আলোচনা-সভা, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি লেখক গবেষক মফিদুল হক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনন্দধারা’র সভাপতি রফিউর রাব্বি।

১২ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে