NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জেও রয়েছে ক্যাসিনো, শিগগিরই অভিযান!


নারায়ণগঞ্জেও রয়েছে ক্যাসিনো, শিগগিরই অভিযান!

নারায়ণগঞ্জেও রয়েছে ক্যাসিনো! আর সে ক্যাসিনো ঢাকার মতোই ক্ষমতাসীন দলের নেতারাই চালাচ্ছেন। এ বিষয়ে তথ্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। খুব শিগগিরই এসব ক্যাসিনোর সন্ধানে অভিযান শুরু হবে। এমনই খবর ও তথ্য দিয়েছে জাতীয় ভিত্তিক একটি নিউজ পোর্টাল।

তাদের প্রতিবেদন বলা হয়েছে, শুধু ঢাকা ও চট্টগ্রামেই নয়। দেশের অন্তত ১২টি জেলায় চলছে অবৈধ ক্যাসিনো। চট্টগ্রামের অপারেশন শেষ হওয়ার পরই এসব জেলা শহরগুলোতে অভিযান চালানো হবে।

আইন শৃঙ্খলা সংস্থার সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, যেসব জেলা শহরে ক্যাসিনো বাণিজ্য রয়েছে তারমধ্যে অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জ। এছাড়াও কুমিল্লা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশালসহ মোট ১২ জেলায় ক্যাসিনো বাণিজ্যের অস্তিত্ব পাওয়া গেছে। খুব শিগগিরই নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি জেলাতে অভিযান চালানো হবে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের মতো ওই সব জেলা শহরগুলোর ক্যাসিনো বাণিজ্য চলে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় এবং তত্বাবধায়নে।

২৫ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে