NarayanganjToday

শিরোনাম

বন্দরে পানিতে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


বন্দরে পানিতে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পানিতে ডুবে শান্ত (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুওে বন্দও উপজেলার চিড়ইপাড়া কলোনীতে এ ঘটনা ঘটে।  

নিহত মাদ্রাসা ছাত্র শান্ত চিড়াইপাড়া কলোনী এলাকার ফারুক মিয়ার ছেলে।  ফারুক মিয়ার এক মাত্র শিশু পূত্রের মৃত্যুতে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। 

এলাকাবাসী জানান, নিহত মাদ্রাসা ছাত্র শান্ত  পিতা ফারুক ও মা সাথী বেগম দুইজন প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকালে কাজে বের হয়। পিতা-মাতা বাড়িতে  না থাকায় শান্ত  একা সকলের অজান্তে বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে পড়ে  ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা গোসল করতে নামলে শান্তকে পানির নিচে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় পাশপাশের লোকজন ছুটে এসে শান্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত শিশু শান্ত কামতাল ডাক সমাজ কবরস্থান হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

৯ অক্টোবর, ২০১৯/এমএ/এনটি 

উপরে