NarayanganjToday

শিরোনাম

সর্বোচ্চ নারী করদাতা হিসেবে সম্মানিত সাংসদ পত্নী নাসরিন ওসমান


সর্বোচ্চ নারী করদাতা হিসেবে সম্মানিত সাংসদ পত্নী নাসরিন ওসমান

২০১৮-২০১৯ করবর্ষে নারায়ণগঞ্জ জেলায় নারী করদাতার মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন সাংসদ সেলিম ওসমানের পত্নী নাসরিন ওসমান।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জে করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন ওসমানের হাতে নারী করদাতার সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল আলমের করিমের সভাপতিত্বে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কনভেনশেন হলে ওই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সেলিম ওসমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. ইমরান সিদ্দিকী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, টেক্সেস বারের সভাপতি অ্যাড. সুলতান উদ্দিন নান্নু, সাংসদ শামীম ওসমান পুত্র ওয়ন ওসমান প্রমূখ।

১৩ নভেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে