NarayanganjToday

শিরোনাম

দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হলেন নিরব


দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হলেন নিরব

রুপালি পর্দার পরিচিত মুখ নিরব হোসেন দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন আর বাবা হওয়ার সুসংবাদটি অভিনেতা নিজেই জানিয়েছেনগতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে নিরব লিখেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বারের মতো সন্তানের বাবা হয়েছি আমি। আজ আমার মেয়ের বয়স ১৯ দিন। আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই।

এদিকে নিরবের স্ত্রী তাসফিয়া তার এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আল্লাহর রহমতে আমার দ্বিতীয় মেয়ের পা পড়েছে পৃথিবীতে। আমার ছোট্ট দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন।২০১৪ সালের ২৬ ডিসেম্বর নিরব তাসফিয়া বিয়েপিড়িতে বসেন। ২০১৭ সালে দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান সুমাইয়া হোসেন

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হওয়ার খবর শুনে নিরবকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নিরবের সহকর্মীরা। ফেসবুকে প্রিয়া জান্নাতুল, শবনম ফারিয়া, নিলয়, আলমগীর, জায়েদ খান, সায়মন সাদিকসহ বিনোদন জগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন

৭ ফেব্রুয়ারী,২০১৯/এমএ/এনটি

উপরে