NarayanganjToday

শিরোনাম

চল্লিশেও আবেদনময়ী


চল্লিশেও আবেদনময়ী

‘ডার্টি পিকচার’ সিনেমায় বোল্ড সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে দুনিয়া মাতিয়ে ছিলেন বিদ্যা বালান। পরে ‘তুমহারে সুলু’ ছবিতে উচ্চাকাঙ্ক্ষী গৃহিণীর রেডিও জকি হয়ে ওঠার গল্প বলেন এই বলিউড অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি চুলের নতুন স্টাইলসহ খোলামেলা ছবি প্রকাশ করে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি বয়স চল্লিশ পার হয়েছে তার। একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘চল্লিশের পর মেয়েরা আরো আবেদনময়ী হয়। চল্লিশের পর মেয়েরা বেশি পরোয়া করে না।’

বর্তমানে দেখা যাচ্ছে, গণমাধ্যমে একের পর এক মন্তব্য করে আলোচনায় থাকছেন বিদ্যা। কখন তার ভীষণ রাগ হয় এবার জানালেন সেই কথাও। বিদ্যা বালান বলেন, ‘আমার শরীর নিয়ে কেউ প্রশ্ন করলে ভীষণ রাগ হয়। শরীর নিয়ে নানা কথা শুনে আসছি ছোটবেলা থেকেই। এক সময় মানুষ বলত, তুমি দেখতে কত সুন্দর, কেন ওজন কমাও না? অথচ ওজন কমানোর জন্য উপোস করতাম। পাগলের মতো ব্যায়াম করেছি। হরমোনজনিত সমস্যার কারণে এই সমস্যার সমাধান কখনো হয়নি।’

ভারতের বিখ্যাত গণিতবিদ শকুন্তলাকে নিয়ে নির্মিত বায়োপিকে দেখা যাবে বিদ্যা বালানকে। খবরে প্রকাশ, এই ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা। এছাড়া হিন্দি ‘পিংক’ ছবির তামিল রিমেকে অজিত কুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর এটাই বিদ্যার প্রথম তামিল ছবি।

৭ ফেব্রুয়ারী,২০১৯/এমএ/এনটি

উপরে