NarayanganjToday

শিরোনাম

রমজানের শুভেচ্ছা জানিয়েছে ফেসবুক


রমজানের শুভেচ্ছা জানিয়েছে ফেসবুক

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।

মুসলমানদের পবিত্র এই মাস উপলক্ষে রমজানের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইট ফেসবুক তাদের শুভেচ্ছা বার্তায় লিখেছে, ‘সবাইকে রমজানের শুভেচ্ছা। আসুন ফেসবুকের আমরা সবাই রমজানের মাহাত্মকে সম্মান করে আমাদের সমাজ ও বিশ্বের সবার প্রতি উদার হই।’

এদিকে হিজরি ১৪৩৯ সনের পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ করতে সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। যদি বুধবার দেশের কোথাও চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে শুক্রবার থেকেই মাহে রমজান শুরু।

১৭ মে, ২০১৮/এসপি/এনটি

উপরে