NarayanganjToday

শিরোনাম

যে কারণে এসেছে এই টি-শার্ট


যে কারণে এসেছে এই টি-শার্ট

ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে একটি টি-শার্ট।যে টি-শার্টে লেখা আছে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’।  

জানা গেছে, টি-শার্টটি একটি ইন্টারনেট ভিত্তিক নারীদের পোশাক ও অলঙ্কার তৈরির প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটির মালিক  জিনাত জাহান নিশা।  

নিশা জানান, যৌন হয়রানির প্রতিবাদ হিসেবেই এ ধরনের পণ্য তৈরি করার চিন্তা আসে মাথায়।কয়েক বছর আগে যৌন হয়রানির শিকার হয়েছিলাম।প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছিলাম।সেই ঘটনাটি আমার ওপর অন্যরকম প্রভাব ফেলেছিল।এর পরপরই প্রতিবাদ হিসেবে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা একটি খোঁপার কাঁটা তৈরি করি এবং বাজারে ছাড়ি। বিভিন্ন প্রতিবাদমূলক লেখা টাইপ করে অনেক ধরনের টি-শাট বানিয়েছি।

তিনি আরো জানান, বাসে পুরুষদের সাথে ধাক্কা লাগলে বা তারা আমাদের গা ঘেঁষে দাঁড়ালে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই ভিড়ের বাসে সেরুকম হয়,যা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

৭ এপ্রিল,২০১৯/এমএ/এনটি

উপরে