NarayanganjToday

শিরোনাম

উদ্বোধনের পর শীতলক্ষ্যার ৫নং ঘাটে ভাসলো ফেরি


উদ্বোধনের পর শীতলক্ষ্যার ৫নং ঘাটে ভাসলো ফেরি

পূর্ব ঘোষণা অনুযায়ি শীতলক্ষ্যা নদীতে আরও একটি ফেরি সার্ভিস উদ্বোধন হয়েছে। ৫নং ঘাট থেকে বন্দর ময়মনসিংহ পট্টি রুটে চলাবে এই ফেরি সার্ভিসটি।

মঙ্গলবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে এই ফেরি সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

এসময় উপন্থিতি ছিলেন, বন্দর উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জাপা নেতা আবু জাহের, কাউন্সিলর দুলাল প্রধান প্রমূখ।

ফেরি সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এই ফেরি উদ্বোধনের ফলে পূর্ব এবং পশ্চিম পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে বলেই মন্তব্য করেছেন সাংসদ সেলিম ওসমান।

বিস্তারিত আসছে...

২০ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে