NarayanganjToday

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিস্ফোরিত হয়ে নিহত ১


যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিস্ফোরিত হয়ে নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুখের ওপর ই-সিগারেট বিস্ফোরিত হয়ে উইলিয়াম ব্রাউন নামে এক তরুণ নিহত হয়েছেন।উত্তর টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় ঘটনাটি ঘটেছে। মেডিকেল পরীক্ষায় এসব কথা বলা হয়েছে।

ট্যারেন্ট কাউন্টির মেডিকেল এক্সামিনারের কর্মকর্তারা রিপোর্টে বলেছেন, উইলিয়াম স্থানীয় একটি দোকানে বসে ওই ই-সিগারেট সেবন করছিলেন। অকস্মাৎ তা তার মুখের ওপর বিস্ফোরিত হয়। এর দুদিন পরে ২৯ জানুয়ারি তিনি মারা যান।

ওই বিস্ফোরণের ফলে শার্পনেল ছুটে এসে তার মুখমন্ডলে লাগে। কাঁধের ধমনীতে বিদ্ধ হয়। মাথার খুলি ভেদ করে যায়।

এর আগে একই রকম ঘটনায় গত মে মাসে ফ্লোরিডায় এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

৭ ফেব্রুয়ারী,২০১৯/এমএ/এনটি

উপরে