NarayanganjToday

শিরোনাম

মাকে গুলি করে হত্যা করলো ৭ বছরের শিশু


মাকে গুলি করে হত্যা করলো ৭ বছরের শিশু

আজ ২৫ মার্চ সোমবার খেলার ছলে মাকে গুলি করে হত্যা করলো ৭ বছরের শিশু। ওই শিশুর নাম আজান বলে জানা গেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ফয়সালাবাদ শহরের জং বাজার এলাকায়।

এ ব্যাপারে দেশটির গণমাধ্যম জানায়, সোমবার বাড়িতে বসে বাবার পিস্তল নিয়ে খেলছিলো শিশু আজান। বিষয়টি খেয়াল করলেও গুরুত্ব দেয়নি বাড়ির লোকজন।

খেলতে খেলতেই এক সময় মাকে লক্ষ্য করে গুলি করে আজান। গুলিটি সোজা তার মায়ের বুকে গিয়ে লাগে। ফলে ঘটনাস্থলেই মারা যান আজানের মা ২৬ বছর বয়সী হিনা।

এর পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য হিনার মরদেহ শহরের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

২৫ র্মাচ,২০১৯/এমএ/এনটি

উপরে