NarayanganjToday

শিরোনাম

ইফতারের পর তিন বাংলাদেশিকে গুলি


ইফতারের পর তিন বাংলাদেশিকে গুলি

দক্ষিণ আফ্রিকার থেম্বিসায় ফম্লং নামক লোকেশানে বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলামের দোকানে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১০মে) সন্ধ্যা ৬টায় ইফতারের পর দোকানে একদল ডাকাত প্রবেশ করে এবং ডাকাতি করে যাওয়ার সময় তাজুরুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. খাইরুলসহ ৩ জনের পায়ে গুলি করে পালিয়ে যায় ডাকাত দল।

স্থানীয় বাংলাদেশিরা খবর পেয়ে তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে তারা থেম্বিসা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডাক্তার বলেছে তারা এখনো বিপদমুক্ত হয়নি, মহিউদ্দিনের পায়ের গুলি দ্রুত অপারেশন করবেন।

তাজুরুল ইসলাম এবং মো. মহিউদ্দিন আপন দুইভাই। তাদের দেশের বাড়ি দোরস খোলা কুমিল্লা এবং খাইরুলের দেশের বাড়ি মাওরাবাড়ি, কুমিল্লা।

-যুগান্তর

১৩ মে, ২০১৯/এম এ/এনটি

উপরে