NarayanganjToday

শিরোনাম

উচ্ছেদ

অগ্নিশিখা


উচ্ছেদ

এখন আমি আর ঘুমের ওষুধ খাই না।
ইচ্ছাগুলোকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখি।

জং ধরা স্বপ্ন গুলোকে বিক্রি করব বলে
বিজ্ঞাপন দিয়েছি ওয়েলেক্স এ

অনুভুতিগুলো সুস্থ থাকলেই জ্বালিয়ে মারে
প্রতি সন্ধ্যায় ওদের পাঠিয়ে দিই
বাড়ির কাছের বারে
নেশার ঘোরে বেহুঁশ হয়ে পড়ে থাকে সারারাত
ফেরে সেই পরদিন সকালে।

স্মৃতিগুলোকে মারব বলে
শুরু করেছি স্লো পয়জনিং

মনের চারপাশে প্রোমোটার দের দৌরাত্ম্য
সহ্য হয়না আর
মনের মাঝে তাজমহলের মত দাঁড়িয়ে থাকা
পুরানো বিল্ডিং টা ভেঙ্গে
সব টুকু জমির দখল নিতে চায় তারা।
লড়ে যাচ্ছি প্রাণপনে
জানিনা কবে `উপেন' এর মত
শেষ সম্বলটুকু হারিয়ে নাম লেখাব উদ্বাস্তুর দলে।

উপরে