NarayanganjToday

শিরোনাম

আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন পলাশ


আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন পলাশ

এবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ।

একরকম চমক সৃষ্টি করেই তিনি বুধবার (২৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার হাতে তার মনোনয়নপত্রটি জমা দেন।

কাউসার আহম্মেদ পলাশ নারায়ণগঞ্জ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন বঞ্চিত হন। পলাশ জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক।

মনোনয়নপত্র দাখিলের পর তিনি গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নে জানান, আমি বিদ্রোহী প্রার্থী বুঝিনা। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। বাকী ফয়সালা ভোটাররা করবে ৩০ ডিসেম্বর।

২৮ নভেম্বর, ২০১৮/এসপি/এনটি

উপরে