NarayanganjToday

শিরোনাম

এবার সর্বনিম্ন  ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা 


এবার  সর্বনিম্ন  ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা 

এবারের ঈদুল ফিতরে জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ফিতরা ১ হাজার ৯৮০ টাকা  ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এর হার নির্ধারণ করা হয়।

জাতীয় ফিতরা কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয় ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর সর্বোচ্চ জনপ্রতি ফিতরা ১ হাজার ৯৮০ টাকা।

গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকাই ছিল তবে সর্বোচ্চ ছিল ২ হাজার ৩১০ টাকা।

মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

 ১৬ মে. ২০১৯/এমএ/এনটি

উপরে