NarayanganjToday

শিরোনাম

পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত আগস্টে


পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত আগস্টে

মধ্যপ্রাচ্যে আরবী মাস জিলহজের নতুন চাঁদ দেখা যেতে পারে আগামী ১ আগস্ট । সে অনুযায়ী মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। সেক্ষেত্রে পরদিন ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শওকত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বলেন, এ বছর জিলহজ মাসের চাঁদ দেখায় কোনো সমস্যা হবে না। আরব দেশগুলো থেকে খালি চোখেই এ চাঁদ দেখা যাবে।

‘প্রতি বছরের মতো এবারও সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেবে। অন্য মুসলিম দেশগুলো এটা অনুমোদন দিয়ে হজ মৌসুম শুরু করবে।’

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জিলহজ মাসের চাঁদ ১ আগস্ট দেখা যাবে বলেও জানান তিনি।

এদিকে একই মত দিয়েছেন আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের (এইউএএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানান, আশা করা হচ্ছে, আগামী ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ও এর মাধ্যমে হজ মৌসুম শুরু হবে।সূত্র:সময় নিউজ

১২ জুন,২০১৯/এমএ/এনটি

উপরে