NarayanganjToday

শিরোনাম

অধ্যাপক মামুনসহ আটক ৪, পুলিশের দাবি ‘নাশকতার পরিকল্পনা’


অধ্যাপক মামুনসহ আটক ৪, পুলিশের দাবি ‘নাশকতার পরিকল্পনা’

এবার আর বিক্ষোভ মিছিল নয়, মিছিল পূর্ব প্রস্তুতির প্রাক্কালেই আটক করা হলো জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ চারজনকে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কাছ থেকে সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।

এদিন তারা খালেদা জিয়ার ৭ বছরের কারাদ-ের বিরুদ্ধে প্রতিবাদ এবং রায় বাতিলের দাবি করে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জড়ো হচ্ছিলেন।

বিএনপি’র দাবি, বিক্ষোভ মিছিলের জন্য নেতা কর্মীরা জড়ো হওয়ার আগেই মামুন মাহমুদকে আটক করে পুলিশ। এসময় আরও আটক করা হয়, জেলা ছাত্রদলের সহসভাপিত রফিকুল ইসলাম ছাত্রদলকর্মী ইউনূস, নাজমুল ও ইয়াছিনকে। তবে, পুলিশের দাবি, তারা নাশকতার পরিকল্পনা নিয়ে শহরে জড়ো হচ্ছিলো।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি জানান, মামুন মাহমুদের বিরুদ্ধে আগের ৫/৭ টি মামলার ওয়ারেন্ট ছিলো। এছাড়াও তারা এদিন নাশকতার লক্ষ্যে জড়ো হচ্ছিলো। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

৩০ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি

উপরে