NarayanganjToday

শিরোনাম

এসএম আকরামকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী


এসএম আকরামকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন এসএম আকরাম। এর আগে তিনি ছিলেন নৌকা প্রতীকের মনোনিত নির্বাচিত সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকা ছিলো নারায়ণগঞ্জ-৫ আসন।

বর্তমানে তিনি রয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের উপদেষ্টা। এই দলের প্রতিনিধি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে প্রধানমন্ত্রীর সাথে দুই দফা সংলাপে বসেছেন তিনি। দ্বিতয় দফা সংলাপে প্রধানমন্ত্রী এসএম আকরামকে নিয়ে কিছু কথা বলেন।

এস এম আকরামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আপনি তো আওয়ামী লীগ করতেন। আজ ওই দিকে বসলেন কেন? এ সময় আকরাম বলেন, ‘আমি মান্না সাহেবের দলে আছি।’ তখন প্রধানমন্ত্রী বলেন, ‘ও, আপনি দল পাল্টাইছেন। পাল্টান, খুব ভালো।’

৮ নভেম্বর, ২০১৮/এসপি/এনটি

উপরে