NarayanganjToday

শিরোনাম

গণ-দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গিয়াসউদ্দিন


গণ-দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গিয়াসউদ্দিন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। বুধবার (২৮ নভেম্বর) তিনি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।

গিয়াসউদ্দিনর নারায়ণগঞ্জ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)-৪ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে, জেলার প্রতিটি আসনে একাধিক ব্যক্তি মনোনয়ন চিঠি পেলেও তাকে সেই চিঠি দেওয়া হয়নি। তৃণমূলের দাবি, বিএনপি’র কেন্দ্রীয় নেতারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে গিয়াসউদ্দিনকে ঠেকিয়েছে। এটি তৃণমূলের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে।

এদিকে, মনোনয়ন বঞ্চিত হওয়ার পর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা একের পর ভিড় জমান গিয়াসউদ্দিনের কাছে। তাদের সবারই দাবি, গিয়াসউদ্দিন যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মূলত তৃণমূলের দাবির প্রেক্ষিতেই গিয়াসউদ্দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করলেও এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি।

২৭ নভেম্বর, ২০১৮/এসপি/এনটি

উপরে