NarayanganjToday

শিরোনাম

সেন্টুকে বিএনপি থেকে বহিস্কার!


সেন্টুকে বিএনপি থেকে বহিস্কার!

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির ১ম সহসভাপতি মনিরুল ইসলাম (আলম) সেন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এ প্রসঙ্গে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার জানান, যাদের বহিস্কার করার খবর শোনা যাচ্ছে সেসবের কোনো ভিত্তি এখনও পাইনি। আমরা এমন কোনো খবর পাইনি।

বেলাল আহম্মেদ স্বক্ষরিত বিএনপির পেইডে মনিরুল আলম সেন্টুর বহিস্কারাদেশের বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, যদি পেইডে এমন বিবৃতি পাওয়া যায় তবে এটি সঠিক।

প্রসঙ্গত, শনিবার (২২ ডিসেম্বর) প্রকাশ্যে একটি সভা থেকে শামীম ওসমানকে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন। এরপর থেকেই তাকে নিয়ে দলটির তৃণমূলের মাঝে চলছে তীব্র সমালোচনা। উঠেছে তার বহিস্কারের দাবি।

এদিন সেন্টু মোহাম্মদ আলীর সভাপতিত্বে ফতুল্লার হরিহরপাড়া এলাকায় একটি সভায় প্রকাশ্যেই বলেছিলেন, ‘এখানে বিএনপির কোনো প্রার্থী নাই, আমি শামীম ওসমানকে সমর্থন দিচ্ছি।’ তার এই বক্তব্যের পরই তার প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দেন তৃণমূল।

২৪ ডিসেম্বর, ২০১৮/এসপি/এনটি

উপরে