NarayanganjToday

শিরোনাম

ওয়ান অব দ্য বেস্ট পুলিশ সুপার আমাদের : শামীম ওসমান


ওয়ান অব দ্য বেস্ট পুলিশ সুপার আমাদের : শামীম ওসমান

এবার প্রকাশ্যেই হাজারো মানুষের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রশংসা করেছেন সাংসদ শামীম ওসমান। জেলা পুলিশ সুপারকে নিয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন।

শনিবার (২ মার্চ ) বিকেল সাড়ে তিনটার সময় নগরীর দুই নং রেলগেইট এলাকার মিডটাউন শপিং কমপ্লেক্সেও সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জনসমাবেশে ওই মন্তব্য করেন তিনি।

শামীম ওসমান বলেন, অন্যান্য জেলা থেকে আমাদের নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমি প্রাউডফিল করি আমাদের পুলিশ সুপারকে নিয়ে। তিনি অল্প কয়েকদিনের মধ্যে অনেক ভালো ভালো কাজ করছেন। মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছেন। আর এ কারণে এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো জেলার থেকেও বেশি ভলো।

তিনি বলেন, একটি পত্রিকা লিখেছে আজকের সমাবেশ নাকি এসপির বিরুদ্ধে। আজকে নাকি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কেন রে ভাই? পুলিশর বিরুদ্ধে আমাদের জন্যসভা হতে যাবে কেন? আমি তো বলবো দেশের মধ্যে অন অব দ্য বেস্ট পুলিশ সুপার আমাদের। আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ে গর্ব করা যায়, বিদ্রোহ করতে হবে কেন?

সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, অ্যাড. ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও আওয়ামীলীগ নেতা মতিন প্রধান, নাজমুল আলম সজল, সুলতান আহমেদ ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আব্দুল করিম বাবু, শাহ জালাল বাদল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমূখ।

২ মার্চ, ২০১৯/এসপি/এনটি

উপরে