NarayanganjToday

শিরোনাম

আইভীর বিরুদ্ধে স্মারকলিপি ‘পুরোটাই ভুয়া’


আইভীর বিরুদ্ধে স্মারকলিপি ‘পুরোটাই ভুয়া’

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মেয়র আইভীর বিরুদ্ধে দেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বলে দাবি করা হলেও এটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করেছে দলটির একটি অংশ। তারা বলছেন, আমরা এতে স্বাক্ষর করিনি। এমন কোনো বিষয় আমাদের জানাও নেই।

দলটির একাধিক সূত্র দাবি করেছে, চার পাতার স্মারকলিপিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কথা উল্লেখ করা হলেও মূলত যারা স্বাক্ষর করেছেন তারা সকলেই শামীম ওসমান অনুসারি। ফলে, এটা শামীম ওসমানের স্বার্থ রক্ষার্থে তারা স্বাক্ষর করেছে। এর অর্থ এই নয় যে, আইভীর বিরুদ্ধে প্রেরিত স্মারকলিপিতে আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠন স্বাক্ষর করেছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘আমি আসলে স্মারকলিপির ব্যাপরটি নিজেই জানি না। তাই না জেনে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে পারছি না।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারটি আমি জানি না। আমি স্বাক্ষর করিও নাই। সেক্রেটারি ছিলো সে তাদের লোক সে হিসেবে ছিলো। আমি জানিও না। শুনিও নাই।’

জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, ‘এটা মিথ্যা ও বানোয়াট। এখানে আমরা কোনো স্বাক্ষর করি নাই। ব্যানারে যে নাম দেওয়া হয়েছে সেই ব্যানারে কোনো ব্যক্তি আছে কি না তা জানলে মন্তব্য করতাম। এটা পুরোটাই ভুয়া।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘স্মারকলিপিতে আওয়ামী লীগ কোনো স্বাক্ষর করেনি। এটা যারা করেছি তারা একটি কুচক্রীমহল। এরা আইভীর সুনাম ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার সাথে জেলা পরিষদ ও কয়েকজন কাউন্সিলরের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছি, আমাদের কাছ থেকে মিথ্যা বলে স্বাক্ষর নিয়েছে। আমরা মেয়রের বিরুদ্ধে কোনো স্বাক্ষর দিই নাই।’

সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘আমি স্মারকলিপিটা দেখিও নাই, শুনিও নাই, পড়িও নাই তাই আগে দেখি, পড়ি, শুনি তারপর কালকে এ নিয়ে মন্তব্য করবো।’

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জ্বল বলেন, ‘আমি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। আমি নিজেও জানি না। এটা কারা দিছে তাও জানি না। তাই এ ব্যাপারে সত্য মিথ্যা বলতে পারছি না।’

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলেন দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সিটি করপোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমান মতি, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, মিজানুর রহমান সুজন প্রমূখ।

১৯ মার্চ, ২০১৯/এসপি/এনটি

উপরে