NarayanganjToday

শিরোনাম

পুলিশকে ‘ধন্যবাদ’ জানিয়ে ফিরে গেলেন তারা


পুলিশকে ‘ধন্যবাদ’ জানিয়ে ফিরে গেলেন তারা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে শহরে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে এই মানববন্ধন করা হয়।

এদিকে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকেই ছিলেন অনুপস্থিত।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের নিচে মহানগর বিএনপির ব্যানারে সমবেত হন দলটির নেতাকর্মী। তবে, তারা বক্তব্য দেওয়ার পূর্বেই ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম এসে উপস্থিত হলে মানববন্ধন গুটিয়ে নেওয়া হয়।

সূত্রটি জানায়, পুলিশ মানববন্ধনে বাধা দিলে দলটির নেতাকর্মীরা নিজেরাই নিজেদের ব্যানার গুছিয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

মহানগর বিএনপির সহসভাপতি অ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম আহবায়ক মনির মল্লিক, অ্যাড. আব্দুল মতিন, আল-মামূন প্রমূখ।

১২ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে