NarayanganjToday

শিরোনাম

চার নেতাকে বাঙালি জাতি কখনো ভুলবে না : হাই


চার নেতাকে বাঙালি জাতি কখনো ভুলবে না : হাই

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর এবং কামারুজ্জামান।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় চার নেতাকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাই বলেন, বাংলাদেশের ইতিহাসে এই চার নেতাকে বাঙালি জাতি কখনো কোনদিন ভুলবে না। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো কারাগার কিন্তু সেদিন ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের অভ্যন্তরের ভেতরে নির্মম ভাবে জাতীয় এই চার নেতাকে হত্যা করেছিল ঘাতকরা। বাংলাদেশের ইতিহাস লেখার অবদান তাদের আত্মত্যাগের মাধ্যমে উৎসর্গ করেছিল আমাদের গোটা বাঙালি জাতিকে। আমরা কখনোই তাদের ভুলবো না। তারা আমাদের মাঝে বেঁচে থাকবে আনন্তকাল। প্রতি বছর ৩রা নভেম্বর আমরা এই জেলা হত্যা দিবসটি পালন করি।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, ব্যাংক কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল কাদির, জেলা শ্রমিকলীগ সভাপতি হাজী কাজিম উদ্দিন, সদস্য অ্যাড. হোসনে আরা বাবলী প্রমূখ।

৩ নভেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে